উত্তর কোরিয়া বিশ্বের জন্য হুমকি: ন্যাটো প্রধান

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭ | ৩৯৮

ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, উত্তর কোরিয়া বিশ্বের জন্য হুমকি। জাপান সফররত ন্যাটো প্রধান পিয়ংইয়ং এর বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও আহবান জানান।

জাপান সফরকালে ন্যাটো প্রধান দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও প্রতিরক্ষামন্ত্রী ইটসুনোরি ওনোডেরাসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন।

ন্যাটো প্রধান জাপানে নিরাপত্তা বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সমাবেশে বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার উসকানিমূলক কর্মকান্ড ও বেপরোয়া আচরণে উদ্বিগ্ন।’

তিনি বলেন, এটি খুবই বিপদজনক। জাপানসহ এ অঞ্চল এবং বিশ্বের জন্যেও উত্তর কোরিয়া হুমকি হিসেবে কাজ করছে। ন্যাটো উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সেপ্টেম্বর মাসের নিষেধাজ্ঞাসহ রাজনৈতিক, অর্থনৈতিক ও কুটনৈতিক চাপকে সমর্থন করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব নিষেধাজ্ঞার স্বচ্ছ্ব ও পূর্ণ বাস্তবায়ন।

ব্রাসেলসে জুলাই মাসে অ্যাবে স্টলটেনবার্গের সঙ্গে সাক্ষাতের পর তিনি জাপান সফরে এলেন।