কিশোরগঞ্জে বৈশাখ বরন উপলক্ষে আলোচনা সভা


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার সকালে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
উপজেলা পরিষদ হলরুমে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ শাপলা বেগম।
এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।