স্বাস্থ্য সামগ্রী বিতরন

কালিহাতীতে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২২ পিএম, বুধবার, ২ আগস্ট ২০১৭ | ৫২৭

টাঙ্গাইলের কালিহাতীতে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরন ২ আগষ্ট বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে “কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর আওতায় কালিহাতী পৌর এলাকায় উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে কালিহাতী উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার এর উদ্বোধন করেন ।


বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি. কম , উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন ও উপজেলা হিন্দু , বৌদ্ধ , খ্রিষ্টান ঐক্যজোটের সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মলি­ক।