বিটেক শিক্ষার্থী মাসুম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৭ পিএম, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭ | ৪৮৮

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মাসুম সরকারের (২২) হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) বেলা ১১টায় ক্যাম্পাস চত্বরে সোসাইটি অব বিটেক স্টুডেন্টস (এসবিএস) এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে। মানববন্ধনে বক্তারা মাসুম হত্যার দুই মাস অতিবাহিত হলেও অধিকাংশ হত্যাকারী এখনো ধরাছোঁয়ার বাহিরে থাকায় হতাশা প্রকাশ করেন। মূল হত্যাকারীসহ সকল হোতাদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে শিক্ষাথীদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ, প্রমিজ, আশরাফুল, সোলায়মান, আখতার, রনি প্রমুখ। প্রসঙ্গত, বিটেকের ১ম বর্ষের ছাত্ররা সোসাইটি অব বিটেক স্টুডেন্টস (এসবিএস) নামে একটি সংগঠন প্রতিষ্ঠার জন্য গত ২ জুন একটি কমিটি গঠন করে।

বিষয়টি জানাজানি হলে পরদিন ৩ জুন দুপুরে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ ২য় বর্ষের গ্রুপ দেশীয় অস্ত্র রড, হকিস্টিক, লাঠি নিয়ে ক্যাম্পাসের বিপরীতে গফুর মেসে অতর্কিতভাবে হামলা চালায়। এতে এসবিএস কমিটির সভাপতি ১ম বর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মাসুম সরকার মারাত্বক জখম হয়।

পরে এলাকাবাসী ও শিক্ষার্থীরা আশরাফুল ও মাসুমকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

আর মাসুমের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে প্রেরণ করলে ৪ জুন বেলা ৩ টার দিকে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যায়।

এদিকে হামলার পরদিন আশরাফুলের বাবা বাদী হয়ে টাঙ্গাইলের কালিহাতী থানায় ২১ জনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ প্রশাসন এ পর্যন্ত দুইজন আসামী গ্রেফতারে সক্ষম হয়।