গাজায় এক বছরে ২৫ ফিলিস্তিনি শিশু হত্যা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:১৮ পিএম, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮ | ৬৩৭

অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় চলতি বছর ২৫ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। সোমবার ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।

মানবাধিকার সংস্থাটি জানায়, ইসরায়েলি সেনাদের হাতে নিহত ২৫ শিশুর ২১ জনকেই গাজা উপত্যকায় হত্যা করা হয়। তাদের দাবি, ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে তাদের হত্যা করে। এই ২৫ শিশুর মধ্যে ২১ জনকে গুলি করে হত্যা করা হয়। তাদের ১১ জনই ঘাড় কিংবা মাথায় গুলিবিদ্ধ হয়। 

সংস্থাটি আরো জানায়, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি শিশুদের ওপর কোনোরকম হুমকি ছাড়াই তাজা গুলি ব্যবহার করে। এর আগে এক পরিসংখ্যানে জাতিসংঘ উল্লেখ করে, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার আগের দিন থেকে পরবর্তী দুই সপ্তাহে কেবল ১৪ দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩শ' ৪৫ জন শিশু আহত হয়।