এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম

টাঙ্গাইলে ইকোনমিক জোন করার উদ্যেগ নিবে এফবিসিসিআই

কালিহাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭ | ৩১১

যোগাযোগ জ্বালানিসহ সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরেও কেন ইকোনমিক জোন হওয়ার ব্যাপারে প্রস্তাবিত হয়নি বিষয়টি জানতে চেয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, টাঙ্গাইল একটি জনগুরুত্বপূর্ন জেলা।

এখানে ইকোনমিক জোন করার ব্যাপারে নীতি নির্ধারকদের সাথে আলোচনা করে বিষয়টি বিবেচনার উদ্যেগ গ্রহন করবে এফবিসিসিআই। মঙ্গলবার সকালে তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনার তীরবর্তী এলাকার বন্যার্তদের মাঝে ত্রান বিতরণকালে এ কথা বলেন।

তিনি এসময় যমুনার তীরবর্তী ভাঙ্গনকবলিত এলাকায় স্থায়ী বার্ধ নির্মানের বিষয়ে পানি সম্পদ মন্ত্রনালয়ের সাথে আলোচনা ও কাজটি তদারকির জন্য ফেডারেশনের পক্ষ থেকে একটি কমিটি করার কথা জানান।

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ এর পরিচালনায় ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক আবু নাসের, হাবিব উল্লাহ ডন ও রাশেদুল হোসেন চৌধুরী।

এসময় সংগঠনের পরিচালক আবু নাসের এর সহযোগিতায় ১২৫০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী তুলে দেন এফবিসিসিআই এর নেতৃবৃন্দ।