কালিহাতীতে রুপালী ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৭ এএম, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ | ৮৬৩

টাঙ্গাইলের কালিহাতীতে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে রুপালী ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকাল ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলা গেইট সংলগ্ন মালিহা টাওয়ারে রুপালী ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রুপালী ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারটির শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল সিভিল সার্জন মোহাম্মদ শরীফুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার- অর্থোপেডিক্স বিভাগের সার্জন ডাঃ মিজানুর রহমান, নবজাতক, শিশু ও কিশোর মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কুমার বিশ্বজিৎ পাল, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারন সম্পাদক আ.ন.ম বজলুর রাহীম প্রমুখ।

রুপালী ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন উপলক্ষে ৭ দিন ব্যাপী ফ্রি রোগী দেখবেন বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞ ডাক্তারগন।