ঢাকাস্থ রংপুর জেলা ছাত্রফোরামের উদ্যোগে কম্বল বিতরণ


ঢাকাস্থ রংপুর জেলা ছাত্রফোরামের উদ্যোগে রংপুরে মিঠাপুকুর উপজেলায় কাফ্রিখাল ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের কোমরগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে ফোরামের সভাপতি মীর মেহেদী হাসান মাসুদের পরিচালনায় ছাত্রফোরামের ত্রাণ ও আবাসন সম্পাদক জুবায়ের জামির ব্যবস্থাপনায় শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব জয়নাল আবেদীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেটিভি বাংলার রংপুর প্রতিনিধি রুবেল ইসলাম,কুমরগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, ইদগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, সোনালী দিগন্তের সভাপতি আতাউর রহমানসহ প্রমূখ।