মধুপুরে ককটেল ফাটিয়ে ডাকাতি ৩৫ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৮ পিএম, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ | ৪৮২

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ককটেল ফাটিয়ে রেখা জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা রাত্রি আনুমানিক ৭ টা ৪৫ মিনিটের সময় শহরের সাথী সিনেমা হল রোডে ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে রেখা জুয়েলার্সে দুর্ধষ এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদোষী ও দোকান মালিক দুর্লভ কর্মকার জানান, ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল অতর্কিত ভাবে দোকানের সামনে ১৫ থেকে ২০ টি ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরী করে দোকানে ঢুকে লোহার রড, চাপাতি, কুড়াল ও চাকু বের করে ভয় দেখিয়ে প্রায় ৬০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এতে প্রায় আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এদিকে ডাকাতির এ খবর ছড়িয়ে পরলে দ্রুত লোকজন ভিড় জমায়। ঘটনাস্থলের উত্তর দিকে কয়েক’শ গজ দূরে রাখা একটি পিকআপে উঠে ডাকাত দল দ্রুত এলাকা ত্যাগ করেও বলে দোকান মালিক জানান।

উপজেলা চেয়ারম্যান মোঃ ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র মাসুদ পারভেজ ও মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ ছিদ্দিক হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল)এসপি কামরান হোসেন জানান, সংঘবদ্ধ ডাকাত দলের ৭/৮ জন ডাকাত সদস্যরা মুখে মুখোশ পড়ে অতর্কিত ভাবে ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে প্রবেশ করে দেশী অস্ত্র বের করে মালিক দুর্লভ কর্মকারকে ভয় দেখিয়ে দোকনের সব গহনাপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ সহ আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। মঙ্গলবার সকালে বিষফোরিত কিছু ককটেলের খোলস উদ্ধার করা হয়েছে। বর্তমানে মধুপুর থানায় রেখা জুয়েলার্সের মারিক দুলর্ভ কর্মকার ১২ জন কে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন । দ্রুত ডাকাত সদস্যদের কে গ্রেপ্তার অভিযান চলছে।