মির্জাপুরে

সিএনজি মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৮ পিএম, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭ | ৪৩০

টাঙ্গাইলের মির্জাপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. শাহআলম (৬০) নিহত হয়েছেণ। আহত হয়েছে ওই শিক্ষকের ছেলে সুজন(৩০)। তাদের বাড়ি আনাইতারা ইউনিয়নের শুকতা গ্রামে।

শুক্রবার বেলা একটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের গল্লি বাজারে এই দঘর্টনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক মো. শাহআলম তার ছোট ছেলে সুজনকে নিয়ে মির্জাপুরে আসছিলেন। পথিমধ্যে পাকুল্যা-লাউহাটি সড়কের উক্ত স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মূখমূকী সংঘর্ষ বাধলে পিতা পুত্র দুজনেই আহত হয়। কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর পিতা শাহআলম মারা যান।

মির্জাপুর থানার উপ পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্কান্তর করা হয়েছে।