মন্টু টানা তৃতীয়বার চেয়ারম্যান

মির্জাপুরে আওয়ামী লীগের প্যানেল বিজয়ী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৯ এএম, সোমবার, ১ এপ্রিল ২০১৯ | ৮৬২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেইসাথে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্যানেল বিজয়ী হয়েছে।

এই নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে শুধুমাত্র চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়।

কিন্তু ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান পদে দলের একাধিক প্রার্থী থাকায় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে তৃণমূল নেতাদের গোপন ব্যালটে ভোট নিয়ে যুবলীগ নেতা আজাহারুল ইসলাম ও বর্তমান ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফাকে সমর্থন দেয়।

রোববারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু (নৌকা)৬৮ হাজার ৮৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান(মোটরসাইকেল) পেয়েছেন ৪২ হাজার ৩৩০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম (তালা) ৫১ হাজার ৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম (টিউবওয়েল) ৪০ হাজার ১৯৪, সেলিম সিকদার (উড়োজাহাজ) পেয়েছেন ১৮ হাজার ৩৩৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা (কলস) ৫১ হাজার ৩৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । নিকটতম খালেদা সিদ্দিকী স্বপ্না (ফুটবল) পেয়েছেন ৩৬ হাজার ৯০২ ভোট। সালমা সালাম উর্মি (হাস) ২০ হাজার ৮৮৮ ভোট পেয়েছেন।

রোববার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ১২০ কেন্দ্রের দুই-একটিতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভোট অনুষ্ঠিত হয়। তবে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।

এ বিজয়ের মধ্যে দিয়ে মীর এনায়েত হোসেন মন্টু তৃতীয় বারের মতো মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। এর আগে তিনি টানা পাঁচবার নির্বাচিত হয়ে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্যানেল চেয়ারম্যান পদে মীর এনায়েত হোসেন মন্টু ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা আজহারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মীর্জা শামীমা আক্তার শিফাকে ভোট দিয়ে নির্বাচিত করায় ভোটারদেরকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।