টাঙ্গাইল সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৩:২৪ পিএম, বুধবার, ৮ আগস্ট ২০১৮ | ৫৬৮

টাঙ্গাইল সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৮ আগস্ট বুধবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন।

জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, সিভিল সার্জন ডাঃ শরীফ হোসেন খান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির হাতে তাদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেয়া হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার ৩ লাখ ৬৪ হাজার ৮০ জন ভোটার স্মার্ট কার্ড পাবেন।