টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:৪৬ পিএম, শুক্রবার, ২১ জুন ২০১৯ | ৭১৫

সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় শনিবার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে করটিয়ায় উপ-স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান,করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজনু চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ৫২৩ জন স্বাস্থ্য সহকারীসহ ১০ হাজার ৭১৯ জন কর্মী কাজ করবেন।

এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ৫শ’ শিশুকে একটি করে নীল রংগের ভিটামিন এ এবং ১২ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬২ হাজার শিশুকে একটি করে লাল রংগের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ক্যাম্পেইনে ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৫৩ হাজার ৯৪৫ জন শিশুকে নীল রংগের ভিটামিন ও ১২ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৭ হাজার ৭১৫জন শিশুকে লাল রংগের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল।