বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন কাজী অলিদ


টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম আনারস প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতিয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৩শ ৬১ ভোট। তার নিকটকম প্রতিদন্ধী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৮শ ৭৬ ভোট।
অপর প্রার্থী বাসাইল উপজেলার বর্তমান চেয়ারম্যান ও বিএনপি থেকে বহিস্কৃত কাজী শহিদুল ইসলাম দোয়াত কলম প্রতিক নিয়ে ৮ হাজার ৭শ ৮১ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না রাত সাড়ে আটটায় উপজেলা পরিষদ হল রুম থেকে বিভিন্ন কেন্দ্রে থেকে আসা প্রাপ্ত ভোটের ফলাফল থেকে এ তথ্য জানান। এ সময়্ উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সানিয়াজ্জামান তালুকদার, উপজেলা প্রকৌশলী রোজদিদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আশিকুর রহমান পলাশ ও প্রতিদ্বন্দী প্রার্থী এবং সমর্থকবৃন্দ।
উল্লেখ্য যে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের এ ভোট গ্রহন চলে ৩১ মার্চ রবিবার।
কাজী অলিদ ইসলাম বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বাসা্টইলইমস টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।