টাঙ্গাইলে বিদ্যুৎ গ্রাহক কল্যাণ কমিটির উদ্যোগে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান


টাঙ্গাইলে বিদ্যুৎ গ্রাহক কল্যাণ কমিটির উদ্যোগে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর হাতে তাঁর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন বিদ্যুৎ গ্রাহক কল্যাণ কমিটির আহ্বায়ক সাবেক যুগ্ম সচিব লুৎফুল্লাহ সাঈদ ও সদস্য সচিব আকিবুর রহমান ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ গ্রাহক কল্যাণ কমিটির সদস্য নাজমুজ সালেহীন , মো. রফিকুল ইসলাম রিপন, সাজ্জাদ খোশনবীশ, ডা. জহিরুল ইসলাম জহির, মীর শামীমুল আলম, সাইফুল ইসলাম মিন্টু, মো. রাশেদুল ইসলাম, আশরাফ চৌধুরী ও মো. ফরিদুল ইসলাম।
এসময় বিদ্যুৎ গ্রাহক কল্যাণ কমিটির সদস্যরা টাঙ্গাইলের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে বিস্তারিত কথা বলেন।