রণদা প্রসাদ সাহার ১২১তম
জন্মজয়ন্তী উপলক্ষে শিশু-কিশোরদের প্রতিযোগিতা


এশিয়া খ্যাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার ১২১তম জন্মজয়ন্তী উপলক্ষে মির্জাপুরে শিশু কিশোরদের দিনব্যাপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় মির্জাপুর রণদা নাট মন্দিরে প্রতিযোগিতার উদ্বোধন করেন জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক শিবপদ ঘোষ।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক নিরঞ্জন পাল, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম শেলী, দেওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন প্রমুখ। দিনব্যাপী প্রতিযোগিতায় রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা ও নৃত্য বিষয়ের উপর ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
রণদা জন্মজয়ন্তী উদ্যাপন কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে। উল্লেখ্য আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার দানবীর রণদা প্রসাদ সাহার ১২১ তম জন্মজয়ন্তী।