‘খালেদা মায়া-কান্না দেখিয়ে সহানুভূতি অর্জনের চেষ্টা করছে’

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭ | ৪৯৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘বাংলাদেশের শত শত মানুষকে আপনি পুড়িয়ে মেরেছেন। শত শত মানুষের কান্নার রোল এখনও বাংলার আকাশে ভেসে আসছে। আদালতে গিয়ে কান্নাকাটি করে জনগণের কাছে মায়া-কান্না দেখিয়ে তথাকথিত সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন। পুত্রহারা মাকে সান্ত্বনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিষ্ঠুর আচরণের মুখোমুখি হয়েছেন, তা বিশ্বের কোনও সভ্যতার মধ্যে পড়ে না।’

শুক্রবার (২৭ অক্টোবর) নোয়াখালীর কবিরহাট উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরীর বাসভবনে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া আদালতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পর্কে যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন তা রাজনৈতিক ভাষা নয়, এটা রাস্তার ভাষা। তিনি আদালতে গিয়ে এমন কিছু বিষয়ের অবতারণা করেছেন, যেগুলো রাজনৈতিক বিষয়। এটা দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করবে।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘ত্রাণ দিতে গিয়ে ত্রাণ সরবরাহের পথ রুদ্ধ করবেন না। ত্রাণ সরবরাহ করা না গেলে ছয় লাখ মানুষ কষ্ট পাবে। ত্রাণ দেওয়ার নামে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কে যাওয়া-আসার সময় রাস্তায় সভা করে রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।’

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ উপস্থিত ছিলেন