কালিহাতী ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সভা অনুষ্ঠিত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, শনিবার, ৩ মার্চ ২০১৮ | ৫৪৩

টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাংলড়ী মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন কালিহাতী শাখার সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ সকাল ১১টায় দেওপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে কালিহাতী শাখার সভাপতি ও কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় সাধারন সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাংলড়ী মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বালা, কার্যকরী সভাপতি আবু বকর সিদ্দিকী মাহতাব, সহ-সভাপতি ফরহাদ হোসেন, সাধারন সম্পাদক সোবাহান মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক আমির হোসেন ও জামাল হোসেন, সড়ক সম্পাদক আব্দুল মজিদ,সহ-সড়ক সম্পাদক শাহীন, কালিহাতী শাখার উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.বি.এম নুরুল আলম খসরু, হামিদপুর ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক অজয় কুমার দে লিটন, হামিদপুর ট্রাক শ্রমিক সমিতির সভাপতি জাকির হোসেন খান রতন।

এ সময় কালিহাতী উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মী নিয়ে সাধারন সভায় যোগদান করেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন,সহ-প্রচার সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমূখ।

শেষে দুপুরে মধ্যাহৃভোজসহ লাকী কুপনের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সাধারন সভার সমাপ্তি ঘটে।
শুভ্র মজুমদার