ঘাটাইলে স্বাধীনতা দিবস পালিত


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রাত ১২.১ মিনিটে আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন অঙ্গসংগঠন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে।
৩১বার তপোধ্বনির মাধ্যমে আজ দিনের কার্যসুচী শুরু হয়। সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে। পরে উপজেলা প্রশাসন আয়োজিত জিবিজি কলেজ মাঠে মুকুল একাডেমি কিন্ডার গার্টেন, ঘাটাইল গণ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, জিবিজি সরকারী কলেজ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দৃষ্টি নন্দন শারীরিক কসরত, নৃত্যনুষ্ঠান, ক্রীড়ানুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান, জিবিজি সরকারী কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি প্রমুখ।
এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা, প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তা, বিভিন্ন দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।