মিঠাপুকুরে ইউপি চেয়ারম্যানের উপর দূর্বত্তদের হামলা


রংপুরে মিঠাপুকুর উপজেলার ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের উদীয়মান তরুণ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার এর উপর দূর্বত্তদের হামলার অভিযোগ উঠেছে।
রবিবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ চত্তরের সামনে হামলার স্বীকার হন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান।পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাইদুর রহমান জানান-উপজেলা পরিষদ থেকে বের হয়ে আমি আওয়ামীলীগ অফিসের দিকে আসছিলাম ।এমন সময় উজ্জ¦ল এসে হঠাৎ এলোপাতাড়ী আমাকে মারধর শুরু করে এরপর আমি কিছু বলতে পারি না।সাইদুর রহমানের বড় ভাই জানান-ইয়াবা ও মাদকদ্রব্য এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি করার জন্য বাঁধা প্রদান করায় উজ্জ্বল এ হামলা চালায়।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক রেজাউল করিম সুমন জানান-সাইদুর রহমান এর মাথায় ও নাকে প্রচন্ডভাবে আঘাত করা হয়েছে। তার নাক দিয়ে অবিরত রক্ত ঝড়ছে।অবস্থার উন্নতি না হওয়ার কারণে তাকে রংপুর মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।পরে তার সুচিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়।