তরুণ ভোটারদের আলোচনায় নাজমুল হুদা নবীন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৩৮ এএম, রোববার, ২৪ মার্চ ২০১৯ | ১৭৮১

আগামী ৩১ মার্চ নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুয়ায়ী টাঙ্গাইল সদর উপজেলা পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইল সদর কে তিলোত্তমা নগরীতে পরিনত করতেই কে হবেন আগামীর উপজেলার চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান এই নিয়ে সদর উপজেলা তরুণ ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

আসন্ন ভোট নিয়ে তারা বুনছেন স্বপ্নের জাল। তরুণ ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, তারা প্রতীকে বিশ্বাসী নয়, যোগ্য ও আধুনিক চিন্তাশীল এবং মানবিক গুণাবলীর প্রার্থীকেই বেছে নিতে চান। যে কিনা সার্বিক উন্নয়নের পাশাপাশি যুব সমাজের ভাগ্যে উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।

টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়াডের তরুণ ভোটার শাহেদ হোসেন জানান বর্তমানে সবদিকেই তরুণদের জয়জয়কার। আমরা যেমন তরুণ, তেমনি আমার প্রত্যাশা তরুণ প্রার্থীই নির্বাচনে জয়লাভ করুক। আমি যেহেতু তরুণ তাই আমি তরুণকে প্রাধান্য দিব সে ক্ষেত্রে নাজমুল হুদা নবীনকে আমি এগিয়ে রাখবো। তার বলিষ্ট নেতৃত্বে টাঙ্গাইল সদর উপজেলার তরুণ সমাজকে মাদকের হাত থেকে দূরে সড়িয়ে রাখবে। পাশাপাশি সামাজিক ও সাংষ্কৃতিক কর্মকান্ডে আরো বেশি উদ্বুদ্ধ করবে।

তরুণ ভোটার আব্দুল হামিদ ভাসানী বলেন, দলমত নির্বিশেষে সবার একটাই চাহিদা টাঙ্গাইলের উন্নয়ন হোক। বর্তমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে তরুণ নেতৃত্বে প্রয়োজন। আর এই সকল কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে আমি তরুণ প্রার্থী নাজমুল হুদা নবীনকে মূল্যবান ভোটটি দিবো।

উত্তর হুগড়া গ্রামের তরুণ ভোটার জাকারিয়ার বলেন এবারের নির্বাচনেই জীবনে প্রথমবারের মতো ভোট দেব, তাই আমি নিজে জেনে-বুঝে পছন্দমতো প্রার্থীকে ভোট দেব। আমি তরুণ প্রার্থী নাজমুল হুদা নবীনকে নিয়ে আসতে চাই। তরুণদের হাতে গড়ে ওঠুক আমার এবং সবার টাঙ্গাইল।

পোড়াবাড়ি ইউনিয়নের আরেক তরণ ভোটার লিংকন মতে টাঙ্গাইলে মাদকের প্রভাব অনেক বেশি। এতে করে স্কুল-কলেজ পড়–য়াদের ভবিষ্যৎ নষ্ট করছে। কমে যাচ্ছে শিক্ষার হারও। কাজেই স্কুল-কলেজ পড়–য়াদের পাশে ছাত্রনেতাদের বিশেষ ভুমিকা থাকে। আর নাজমুল হুদা নবীন যেহেতু একজন মেধাবী ছাত্র নেতা সুমিষ্টিবাসী বক্ততা তার মত লোককে জনপ্রতিনিধি করতে পারলে আমার বিশ্বাস ছাত্র সমাজকে মাদক সমস্যার সমাধানে তিনি বিশেষ ভুমিকা রাখতে পারবে। আর এজন্যই আগামী নির্বাচনে আমি তাঁকেই ভোট দিব।