যশোর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন কামাল হোসেন ভূঁইয়া

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ | ৫৬১

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিতো হলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  কামাল হোসেন ভূঁইয়া সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টবার) জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়ার হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বিপিএম (বার) পিপিএম।

এ বিষয়ে কামাল হোসেন ভূঁইয়া বলেন,এটা আমার একা কৃতিত্ব নয়। থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। আগামী দিনগুলোতে যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বিপিএম (বার) পিপিএম নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে মানুষের সেবায় নিয়োজিত থাকবো।