বয়স ভুলে সবাই যেন কিশোর
কিশোর আলোর জন্মদিনে কালিহাতীতে ‘‘কি আনন্দ উৎসব’’ অনুষ্ঠিত


দৈনিক প্রথম আলো পত্রিকার শিশু কিশোর ম্যাগাজিন কিশোর আলোর জন্মদিন উপলক্ষে ২৭ অক্টোবর শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইলের কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ”কি আনন্দ উৎসব ২০১৭।
“কি আনন্দ উৎসব” এ উপস্থিত ছিলেন কিশোর আলো সম্পাদক সাহিত্যিক অধ্যাপক আনিসুল হক,সংসদ সদস্য হাসান ঈমাম খান সোহেল হাজারী, গীতিকার কবীর বকুল, উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার,শিশু কিশোর তারকা আয়মান সাদিক,শিমু নাসের,পাভেল মুহিতুল আলম প্রমুখ।
গল্প, ছড়া, কমিকস, বিজ্ঞান, গনিত, ভাষাসহ নানা আয়োজনে ভরপুর কিশোর আলোর প্রতিটি সংখ্যাই পাঠকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হাটিহাটি পা পা করে চার বছর পেরিয়ে পাঁচ বছরে পদার্পন ও জন্মদিন উপলক্ষে ২৭ অক্টোবর শুক্রবার প্রথমবারের মত উপজেলা পর্যায়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ”কি আনন্দ উৎসব ২০১৭।
দিন ব্যাপী এ উৎসবের মধ্যে ছিলো চিত্রাঙ্কণ প্রতিযোগিতা,নৃত্য-গান, বিজ্ঞান, খেলাধুলা,কিশোর আলোসহ নানা বিষয়ে প্রশ্নোত্তর পর্ব,ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনী,মেলাসহ নানা আয়োজন।
ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনী দেখতে বয়স ভুলে সবাই যেন কিশোর হয়ে ভিড় জমায়। সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী হাসি ও যুথি বলেন এখানে এসে মুক্তিযুদ্ধ সম্পর্কে সহজেই অনেক কিছু জেনে দেখে খুবই আনন্দ লাগছে।