নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন বাড়িতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জহুরুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শুক্রবার বিকাল চারটার দিকে তিনি মারা যান। নিহত জহুরুল ইসলাম উপজেলার মামুদপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকালে জহুরুল ইসলাম নির্মাণাধীন দালান বাড়িতে পানি দেয়ার জন্য পুকুরে নেমে মোটরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় ত্রুটিপূর্ণ তার থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
/ফিরোজ আহমেদ