ঢাকা রেঞ্জ পুলিশ ব্যাডমিন্টন ফাইনালে টাঙ্গাইল জেলা পুলিশ


ঢাকা রেঞ্জ পুলিশ ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। আজ ২৫ অক্টোবর সন্ধ্যায় ৭ টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয় মাঠ প্রাঙ্গনে এ খলা অনুষ্টিত হয়।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন টাঙ্গাইল জেলা পুলিশ বনাম নরসিংদী জেলা পুলিশ। নরসিংদী জেলা পুলিশ টাঙ্গাইল জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলোয়াড়রা হচ্ছেএ এস আই জিয়াউল ইসলাম,নায়ক রেজাউল আলম,কন্সট্রেবল সমুন মন্ডল(টাঙ্গাইল দ্বৈত),কন্সট্রেবল আতোয়ার রহমান,ও কন্সট্রেবল মেহেদী হাসান(নরসিংদী দ্বৈত)।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশ খেলায়াড় জিয়াউল ইসলাম বলেন ঢাকা রেঞ্জ পুলিশ ব্যাডমিন্টন ২০১৬ টাঙ্গাইল জেলা পুলিশ এর হয়ে প্রতিনিধিত্ব করি কিন্তু শুরুতেই টুনামের্ন্ট থেকে ছিটকে পড়ি। তারপর নিজেদের মধ্যে চরম হতাশা কাজ করে।
এরই মধ্যে টাঙ্গাইল জেলা নবাগত পুলিশ সুপার মহাদয় মাহবুব আলম পিপিএম এর নিকট বিষয়টি উপস্থাপন করি।পুলিশ সুপার মহাদয় তিনি একজন ক্রীড়া প্রেমী এবং সে নিজেই একজন ভাল মাপের ব্যাডমিন্টন খেলায়াড়।
তারই অনুপ্রেরণায় এবং সাবির্ক সহযোগীতায় টাঙ্গাইল জেলা ব্যাডমিন্টন খেলায়াড় সাকিল এর পরামর্শে দীর্ঘ দিন কঠোর অনুশীলন করি, আবারও এই টুনামের্ন্ট অংশগ্রহণ করি এবং ফাইনালে রানার্স আপ হই।
তাতে কোন আমাদের দুঃখ নেই আমরা পরিশ্রমের ফল পেয়েছি এবং আগামীতে ইন্নশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব।খেলা শেষে উভয় খেলায়াড়দের মাঝে অতিথি বৃন্দরা পুরুস্কার তুলে দেন