যশোর - বেনাপোল মহাসড়কে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ


যশোরের শার্শার নাভারণ পাইলট মাধ্যিমিক বালিকা বিদ্যালয়ের একজন স্কুল ছাত্রী জিপ গাড়ির ধাক্কায় শরীর থেকে পা বিচ্চিন্ন হওয়ার ঘটনায় যশোর বেনাপোল মহাসড়কে ঐ গাড়িটি পুড়িয়ে দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে ছাত্রছাত্রীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে এলাকাবাসী ও বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা।
বুধবার সকাল সাড়ে ৮ টার সময় নাভারণ বাজারে একটি সরকারী জিপ গাড়ি দ্রুত চালিয়ে এসে ভ্যানে থাকা তিন স্কুল ছাত্রীর ভ্যানটি আঘাত করলে নিপা (১২) নামে ৭ ম শ্রেনীর একজন শিক্ষার্থীর শরীর থেকে পা বিচ্চিন্ন হয়ে যায়।
অপর দুই ছাত্রী ৭ ম শ্রেনীর স্মৃতি ও ৯ম শ্রেনীর রিপা ভ্যানের থেকে ছিটকে পড়ে আহত হয়েছে। তারই জের ধরে এলকাবাসী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে রাখে।
দুর্ঘটনার শিকার নিপার নাভারনের বুরুজবাগান গ্রামের রফিকুলের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮ টার সময় নিপা স্কুলে যাওয়ার সময় দ্রুত যশোর থেকে একটি সরকারি জিপ গাড়ি বেনাপোলের দিকে যাওয়ার সময় তাদের ভ্যানে ধাক্কা দিয়ে পায়ের উপর দিয়ে গাড়ি উঠায়ে দিলে তার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিপাকে ও অন্য দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানা পুলিশ পরিদর্শন করেছে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, ঘটনাটি খুব দুঃখ জনক। নাভারন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন বলেন, বেপরোয়া ভাবে যে ভাবে চালক গাড়ি চালিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা এ ঘটনার বিচার চাই।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ ও দ্রুত বিচারের দাবিতে যশোর - বেনাপোল মহাসড়কে ছাত্র/ ছাত্রী ও এলাকারবসীর বিক্ষোভ চলছে।