সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বলেন
বাগাতিপাড়াকে শতভাগ দুর্র্ণীতি, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ে তোলা হবে


নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সদ্য নির্বাচিত অহিদুল ইসলাম গকুলকে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি অংগ-সংগঠন।
রোববার সন্ধ্যায় উপজেলার তমালতলা মোড়ে ইউনিয়ন যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ সংবর্ধণা দেওয়া হয়।
আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতিলীগ, তমালতলা বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠণ তাদের প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
বাগাতিপাড়া সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বিপ্লব কুমার দাস বিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান কমরেড আব্দুল হাদী, পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ, সদস্য আফরোজ্জামান নিপুন, উপজেলা যুবলীগ সভাপতি নাসিম মাহমুদ, উপজেলা তাঁতিলীগ সভাপতি শামসুজ্জামান মোহন, নাটোর জেলা ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এবি এম রবিউল হাসান জনি, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবকলীগ মোস্তাফিজুর রহমান মনি প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অহিদুল ইসলাম গকুল আনারস প্রতিক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় কর্মী সমর্থকদের বাড়িতে হামলা, গাড়ি ভাংচুর এমনকি সন্ত্রাসীরা ভোটারদের ভোট দিতে মানা-নিষেধ করেছে, তারপরেও সতন্ত্র প্রার্থীর জয় হয়েছে। বর্তমানে বাগাতিপাড়াবাসী নিরাপদ।
সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বাগাতিপাড়াকে শতভাগ দুর্র্ণীতি, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।