মির্জাপুরে বাজারে যানজট নিরসনে সভা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭ পিএম, বুধবার, ২৫ মে ২০২২ | ৪৪৭

টাঙ্গাইলের মির্জাপুরে যানজট নিরসনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মির্জাপুর থানার উদ্যোগে থানর সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মির্জাপুর বাজারে প্রতিদিনের যানজট কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে সকল শ্রেণী পেশার লোকদের সাথে মতবিনিময় ও  মতামত গ্রহন করেন মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম।

সভায় মির্জাপুর বণিক সমিতি, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, রিকসা শ্রমিক, টেম্পো ও লেগুনা, বাস ও মিনিবাস, ওষুধ ব্যবসায়ী সমিতি ও ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মির্জাপুর বাজারকে যানজটমুক্ত রাখতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মির্জাপুর বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, রিপোর্টার ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, ড্রাগিস্ট এন্ড কেমিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম জরিপ, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, পৌর কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, আব্দুল জলিল খান, টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আজাহার আলী, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব মিয়া, বাস শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি খাদেমুল মওলা ও সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, মির্জাপুর পৌর শহরের যানজট নিরসন কল্পে সকল শ্রেণী পেশার লোকদের মতামত গ্রহন করা হয়েছে। এদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে মির্জাপুরের যানজট নিরসনের ব্যবস্থা গ্রহন করা বলে তিনি জানান।