ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ নিহত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩০ এএম, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯ | ৪৬১

ভোলায় বেয়াই বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় জীবন কবিরাজ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের নাতনী (২) আহত হয়েছে।

সোমবার(১১মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলার বোরহনউদ্দিন উপজেলার কঞ্জেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত জীবন কবিরাজ বোরহানউদ্দিন উপজেলার চকডোষ গ্রামের বাসিন্দা। আহত শিশুর নাম জানা যায়নি। তবে তার বাবার নাম খোকন বিশ্বাস বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুই মাস আগে জীবন কবিরাজের বড় ভাইয়ের ছেলে ঝন্টুর সঙ্গে একই গ্রামের ঝুনা ডাক্তারের মেয়ের বিয়ে হয়। গ্রামের নিয়ম অনুযায়ী বিয়ের পর বেয়াই দাওয়াত করে খাওয়াতে হয়। সোমবার ভাইয়ের ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল তার। দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন জীবন কবিরাজ।

বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় পড়ে জীবন কবিরাজ নিহত হয় ও তার নাতনী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান জীবন। আহত তার নাতনীক ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) অসীম কমার শিকদার দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পবিরারের কাছে হস্তান্তর করা হয়েছে।