মেয়েকে ধর্ষণের চেষ্টা, বাবার বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭ | ৪৪০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিজ শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর নানা কালা শেখ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামে মোস্তফা আলম (৪০) ২১ অক্টোবর বিকেলে স্ত্রী খালেদা বেগমকে কৌশলে বাড়ির বাহিরে পাঠিয়ে তার নিজ শিশু কন্যাকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়।

এ সময় ওই শিশুর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। কিন্তু জেলা ও উপজেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ বিষয়টি পুলিশকে অবহিত করে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

পরে বৃহস্পতিবার সকালে ওই শিশুকন্যার নানা কালা শেখ ভিকটিমকে সাথে নিয়ে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তবে মোস্তফা আলমের স্ত্রী খালেদা মামলা করতে অপারগ ছিলেন।

পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জান বলেন, ভিকটিমের জবানবন্দি মতে মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।