মনোনয়নপত্র জমা দিলেন নাজমুল হুদা নবীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৫ পিএম, সোমবার, ৪ মার্চ ২০১৯ | ১৫৭৮

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম সম্মানিত উপদেষ্টা নাজমুল হুদা নবীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার ৪ মার্চ দুপুরে টাঙ্গাইলে জেলা রিটানিং অফিসারের কার্যলয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

টাঙ্গাইল জেলা রিটানিং অফিসার কার্যলয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোশারফ হোসেন খানের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ার সাদত তানাক্কা,শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক কাজী শফিকুল মওলা দোয়েল, সদর যুবলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক,যুবলীগ নেতা শিবলী খন্দকার, পাদুকা ব্যবসায়ী ঐক্য জোটের সাধারণ সম্পাদক রোস্তম আলী, শ্রমিকলীগের সদস্য তোসের মিয়া ছাত্রলীগের সদস্য মুহিত ইসলাম প্রমুখ।

সব চেয়ে কম বয়সী তরুণ প্রজম্মের উদীয়মান নেতা আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ সর্ব ক্ষেত্রে যার পরিচিতি বিদ্যামান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমূল হুদা নবীন। তিনি দলীয় নেতা-কর্মীর পাশাপাশি ভোটারদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দিন-রাত পায়ে হেঁটে বৃদ্ধদের দোয়া নিয়ে পথচারীদের সাথে আলীঙ্গন করে মা-বোনদের সালাম জানিয়ে ভোট প্রার্থনা করছেন। যে কারণে তিনি নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন। যিনি নামে ও প্রার্থীতায় নবীন হলেও রাজনীতি এবং পরিচিতি ও প্রচারনায় সব প্রার্থীর চেয়ে প্রবীণ।

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে টাঙ্গাইল সদরসহ টাঙ্গাইলের ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।