ভাইস চেয়ারম্যান প্রার্থী আকরাম হোসেন কিসলু মনোনয়নপত্র জমা দিলেন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৩২ পিএম, সোমবার, ৪ মার্চ ২০১৯ | ৬৪৩

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহর আওয়ামীলীগের সহ-সভাপিত আকরাম হোসেন কিসলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার ৪ মার্চ দুপুরে টাঙ্গাইলে জেলা রিটানিং অফিসারের কার্যলয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

টাঙ্গাইল জেলা রিটানিং অফিসার কার্যলয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোশারফ হোসেন খানের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।

নির্বাচনে তোফসিল ঘোষনা পর থেকেই আকরাম হোসেন কিসলু টাঙ্গাইল সদর উপজেলার এবং শহরের বিভিন্ন মার্কেটের দোকানদার ও রিকক্রা চালকদের কাছে ভোট ও দোয়াচান তার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে টাঙ্গাইল সদর সহ টাঙ্গাইলের ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।