নাটোরের যুবক মতিউর রহমান রিপন বাঁচতে চায়


নাটোরের যুবক মতিউর রহমান রিপন বাঁচতে চায়। সে নাটোর পৌরসভার ৬নং ওয়ার্ড আলাইপুরের বাসিন্দা মৃত লালু প্রমানিকের বড় ছেলে। রিপনের বিধবা মা হাফিজা বেগম জানান, ছয় বছর আগে তার স্বামী মারা গেছে। বড় ছেলে মোঃ মতিউর রহমান রিপন নাটোর পৌরসভায় মাষ্টার রোলের কর্মচারী হিসেবে ইলেকট্রিক্যাল কাজ করতো।
প্রায় সাড়ে তিন বছর আগে বিদ্যুতের পিলার থেকে পড়ে তার মাজা ভেঙ্গে যায়। দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েও তিনি সুস্থ্য হন নাই। উল্টো তার দুটি কিডনীর সমস্যা দেখা দেয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অচিন্ত্য কুমার মলি¬ক জানিয়েছেন, রিপনের দুটি কিডনীই অকেজো হয়ে পড়েছে।
তাকে বাঁচাতে হলে অন্তত একটি কিডনী দ্রুত প্রতিস্থাপন করতে হবে। রিপনকে নাটোর পৌরসভা এখনো প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা করে বেতন দেয়। তবে বেতনের মধ্যে তিন হাজার টাকাই ব্যাংক কেটে নেয় ঋনের দায়ে। অবশিষ্ট থাকে মাত্র ৫০০টাকা। এর বাহিরে প্রতিবন্ধি ভাতা হিসেবে পান আরো সাত শত টাকা।
রিপনের মা হাফিজা বেগম বলেন, এ টাকায় অসুস্থ্য রিপন, তার স্ত্রী ও সন্তানসহ পরিবারের চারজনের ভরনপোষণ কিভাবে হবে আর তার সন্তানের চিকিৎসাই বা কিভাবে হবে সেটা ভেবেই অন্ধকার দেখছেন তিনি। হাফিজা বেগম সমাজের হৃদয়বানদের রিপনের চিকিৎসার জন্য সহযোগীতার হাত বাড়াতে অনুরোধ জানিয়েছেন।
সাহায্য পাঠানো যাবে সোনালী ব্যাংক নাটোর ষ্টেশন বাজার শাখার মতিউর রহমান রিপনের ০১০১০৪৩৬ সঞ্চয়ী হিসাব নম্বরে অথবা তাদের বিকাশ নম্বর ০১৭৩০-৯৩৪২৪৬ এ। রিপন সর্ম্পকে আরো বিস্তারিত জানা যাবে ০১৭৩০-৯৩৪২৪৬ মোবাইল নম্বরে।