পলান সরকার স্মরণে বাগাতিপাড়ার ৫৬ স্কুলে দোয়া

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, রোববার, ৩ মার্চ ২০১৯ | ৪৪১

সদ্য প্রয়াত নাটোরের আলোর ফেরিওয়ালা একুশে পদক প্রাপ্ত পলান সরকার স্মরণে তাঁর জন্মস্থান নাটোরের বাগাতিপাড়া উপজেলার স্কুলে স্কুলে রোববার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৩ হাজার ছাত্র-ছাত্রী ও সাড়ে তিনশ’ শিক্ষক-কর্মচারী পলান সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে।

রোববার সকাল সোয়া নয়টায় বিদ্যালয় গুলোর এসেম্বলী (সমাবেশ) শেষে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাগাতিপাড়ায় জন্ম নেওয়া পলান সরকারের বই পড়ার আন্দোলনের গল্প তুলে ধরেন শিক্ষকগন।

সেসব আলোচনায় পলান সরকারের বই পড়া আন্দোলনকে গতিশীল করতে জ্ঞানার্জনের জন্য বই পড়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচী পালন করে বিদ্যালয়গুলো। এদিন সকালে মুল অনুষ্ঠানটি হয় পলান সরকারের প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতে-খড়ি নেওয়া স্কুল বাগাতিপাড়া উপজেলার নূরপুর মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এ বিদ্যালয়েই আলোকিত এই মানুষটি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়া-লেখা করেন। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজ্জামান নিপুনের সভাপতিত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম, প্রধান শিক্ষক মাহমুদা সুলতানা, পলান সরকারের ভাতিজা প্রভাষক আব্দুল হালিম, সমাজকর্মী মোস্তাফিজুর রহমান মনি প্রমুখ পলান সরকারের স্মৃতি চারন করে বক্তব্য দেন। সেখানে ওই বিদ্যালয়ে ‘পলান সরকার ভবন’ নামে একটি নতুন ভবনের নামকরণ করার ঘোষনা দেওয়া হয়।

এছাড়াও পলান সরকারের স্মৃতি স্মরণীয় করে রাখতে নতুন ভবনে ‘পলান সরকার স্মৃতি পাঠাগার’ নামে একটি সংরক্ষিত কক্ষ রাখারও ঘোষনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজ্জামান নিপুন। আলোচনা শেষে হাফেজ মোহাম্মদ রোকুনুজ্জামান দোয়া পরিচালনা করেন এবং ক্ষুদে শিক্ষার্থীরা হাত তুলে রুহের মাগফিরাত কামনা করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বই প্রেমী পলান সরকারের বই পড়ানোর আন্দোলনের আলোয় আলোকিত হয়ে শিশু শিক্ষার্থীরাও যেন একদিন বই পড়ায় আগ্রহী হয় এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। প্রসঙ্গত একটানা ৩০ বছর ধরে নিজের টাকায় বই কিনে এলাকার ২০টি গ্রামে ঘুরে ঘুরে সবার হাতে বই পৌঁছে দিতেন পলান সরকার।

সামাজিকভাবে অবদান রাখার জন্য ২০১১ সালে পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ‘একুশে পদক’। পলান সরকার ১৯২১ সালের ৯ সেপ্টেম্বর নাটোর জেলার বাগাতিপাড়ার নূরপুর মালঞ্চি গ্রামে জন্মগ্রহণ করেন। গত ১মার্চ শুক্রবার তিনি মারা যান।

/ফিরোজ আহমেদ