সাংবাদিকদের গ্রেফতারে গোপালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৩ পিএম, রোববার, ৩ মার্চ ২০১৯ | ৫২২

ডিজিটাল নিরাপত্তা আইনে যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে গ্রেফতার, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা করা হয়েছে।

রবিবার সকাল নয়টায় গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। যুগান্তরের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুস সাত্তার, সহ-সভাপতি কেএম মিঠু ও আব্দুস সালাম খান, যুগ্ম সম্পাদক কায়ছার মিয়া, সম্মানিত সদস্য সাইফুল ইসলাম ও নূর আলম প্রমূখ।

এ সময় গোপালপুর উপজেলায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।