উপজেলা নির্বাচন ২০১৯
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে নৌকার মাঝি শাজাহান আনসারী


টাঙ্গাইলের সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ শাজাহান আনসারী ।
উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ার পর থেকে এ সদর উপজেলায় তিনজন প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য বিভিন্ন ভাবে লবিং করে আসছিলেন। তাদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড্যাভোকেট খোরশেদ আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা।
অবশেষে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন বোর্ডে এ সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে নৌকার মাঝি শাজাহান আনসারীকে মনোনয়ন দেন। শুক্রবার (১ মার্চ) রাতে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন বোর্ডে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে টাঙ্গাইল সদর সহ টাঙ্গাইলের ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে সদর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে টাঙ্গাইল সদর সহ আনসারী নিজ গ্রাম করটিয়ায় নেতা-কর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। বাঁধভাঙা উল্লাস করে নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে। আলহাজ্ব মোঃ শাজাহান আনসারী তার সাংগঠনিক দক্ষতা, অব্যাহত গনসংযোগ দ্বারা তিনি নিজেকে করেছেন সুসংহত।