বাসাইলে আ.লীগের মনোনয়ন পেলেন হাজী মতিয়ার রহমান গাউস

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:৫৯ এএম, শনিবার, ২ মার্চ ২০১৯ | ৬২১

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস। তিনি বাংলাদেশ র্ফাটিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর উপজেলা কমিটির সভাপতির দায়িত্বেও আছেন। 

উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ার পর থেকে এ উপজেলায় পাঁচজন প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য বিভিন্ন ভাবে লবিং করে আসছিলেন। তাদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, মাহমুদ হোসেন আলমাজিদী শিষ মিয়া, হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সাত্তার জমাদার ও সাবেক বাসাইল উপজেলা ছাত্রনেতা সালাহউদ্দিন লাভলু।

শুক্রবার (১ মার্চ) রাতে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন বোর্ডে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে বাসাইলসহ টাঙ্গাইলের ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।