মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি ঘোষণা


জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখার ২০১৯-২০ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আমাদের অর্থনীতি মির্জাপুর প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম শিপলুকে সভাপতি ও দৈনিক জনতা মির্জাপুর প্রতিনিধি মো. জোবায়ের হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা সদরের জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল।
বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার বাংলার স্টাফ রিপোর্টার মো. মাছুদুর রহমান মিলন, দৈনিক কালের বার্তার স্টাফ রিপোর্টার আবু সায়েম, ও অপরাধ তথ্যের জেলা প্রতিনিধি এস.এম অন্তর।
এ কমিটিতে, সহ-সভাপতি সাপ্তাহিক ইনতিজারের সঞ্জয় দাস, সহ-সভাপতি সাপ্তাহিক আমাদের অধিকারের কাইয়ুম মিয়া, যুগ্ম-সম্পাদক দৈনিক ডেসটিনির মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদের মো. সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ এশিয়ান বার্তার মো. শামীম মিয়া, দফতর সম্পাদক আমার সময় ও তরঙ্গ নিউজের রাব্বি ইসলাম, প্রচার সম্পাদক দৈনিক নিউজের মো. রুবেল মিয়া, ক্রীড়া সম্পাদক দৈনিক ঘোষণার মো. বছির আহমেদ, সদস্য দৈনিক মানবাধিকারের মো. নাজিম উদ্দিন, সদস্য কালের বার্তার সাইফুল ইসলাম, সদস্য দৈনিক সকালের সময় আহমেদ হৃদয়, সদস্য আমার বার্তার, মো. মজনু মিয়া।
পরে নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানায় আগত অতিথিবৃন্দরা।