পাইলটকে ফেরত দিতে প্রস্তুত পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৩৯

পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে আটক ভারতীয় পাইটলটকে ফেরত দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরায়েশি। এই পাইলটকে ফেরত দিয়ে দুই দেশের মধ্যে যদি চলমান উত্তেজনা কমে তবেই তাকে ফেরত দেয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জিও টিভিতে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

তিনি বলেন, তার ফিরে যাওয়ার মাধ্যমে যদি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা হ্রাস পায় তবে তাকে ফেরত দেবে পাকিস্তান। আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছি। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে রাজি আছেন বলেও জানিয়েছেন তিনি।

চলতি মাসের ১৪ তারিখ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি ভারতীয় আধা-সামরিক বাহিনীর সদস্য নিহত হন। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় মঙ্গলবার ভারতীয় সেনারা লাইন অব কন্ট্রোল ডিঙ্গিয়ে পাকিস্তানের সীমানার মধ্যে হামলা চালায় বলে দাবি করে। এরপর দিনও একই কাণ্ড ঘটাতে গেলে পাকিস্তান তাদের দুটি বিমান ভূপাতিত করে বলে দাবি করে ইসলামাবাদ। 

ওই সময়ে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে আটক করে পাকিস্তানের সামরিক বাহিনী। ওই ঘটনার পর থেকে হামলা-পাল্টা হামলা থেকে দুই দেশের মূল নজর পড়েছে অভিনন্দনের দিকে। উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে অভিনন্দনকে মুক্তি দিতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান। তবে অভিনন্দনকে মুক্ত করতে ভারত কোনো শর্ত মেনে নেবে না বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।