টাঙ্গাইলের সানমুন বিকেএসপির (ক্রিকেট) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬ এএম, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৮০

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ক্রিকেটে ৭ম শ্রেনীতে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে সামিউল আলম সানমুন। ২৬ তারিখ বিকেএসপি’র ওয়েব সাইডে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়। সামিউলের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

টাঙ্গাইল পৌর এলাকা বৈল্লার মোঃ আবু আউযুবের বড় সন্তান সানমুন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে ছাত্র। জন্ম ২৪ সেপ্টেম্বর ২০০৫ সালে টাঙ্গাইলে ।বাবা শিক্ষকতা করে টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে। ডানহাতি অলরাউন্ডার সানমুনের ক্রিকেটে হাতে খড়ি টাঙ্গাইল স্পোটর্স একডেমিতে, টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমানের হাতে।

গত দ্ইু ক্রিকেট মৌসুমে সানমুন টাঙ্গাইল জেলা অনুর্দ্ধ-১৪ দলের হয়ে খেলেছে। এ বছর টাঙ্গাইল জেলা অনুর্দ্ধ-১৪ দল ঢাকা বিভাগ(উত্তর) এর চ্যাম্পিয়ন হয়েছে। টাঙ্গাইল জেলা দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সানমুন বড় অবদান রেখেছে। এ খেলায় কিশোরগঞ্জ জেলা দলের বিপক্ষে শতরান করেছে সে।

এ ছাড়া বেশ ক’টি উইকেট লাভ করে। ফলে ঢাকা বিভাগ (উত্তর) দলে ডাক পায় । কিন্ত বিকেএসপি’র পরীক্ষার কারনে ডিভিশন দলে যোগ দিতে পারেনি সানমুন।

সানমুনের এ সাফল্য প্রসঙ্গে ঢাকা বিভাগ(উত্তর) এবং টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান বলেন, সানমুন অত্যন্ত মেধাবী ক্রিকেট খেলোয়ার। সে পরিস্থিতি বুঝে ক্রিকেট খেলে। ও যদি সঠিক ভাবে খেলার সাথে লেগে থাকে তাহলে সানমুন একদিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা রাখে ।