মির্জাপুরে লৌহজং নদীতে
পুনরায় বাঁধ নির্মাণের অভিযোগে তিনজনকে কারাদন্ড


টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক এসএমবি-২ ইটভাটার ম্যানেজার সহ তিনজনকে তিন মাস করে কারাদন্ড দিয়েছেন।
বুধবার বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোট বহুরিয়া এলাকায় অভিযান চালিয়ে লৌহজং নদীতে পুনরায় বাঁধ দিয়ে ট্রাকযোগে মাটি বহন করার অপরাধে তাদের এ সাজা দেয়া হয়।
লৌজহং নদীর কোট বহুরিয়া এলাকায় প্রায় ৩শ গজের মধ্যে তিনটি বাঁধ দিয়ে ওই এলাকার তিনটি ইটভাটা মালিক ট্রাকযোগে মাটি বহন করে আসছিলেন।
মঙ্গলবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে বাঁধ তিনটি ভেঙ্গে দিয়ে নদীর গতিপথ সচল করে দেন। কোট বহুরিয়া এলাকার এসএমবি-২ ইটভাটা মালিক মো. শহিদ ব্যাপারী রাতেই পুনরায় বাঁধটি মেরামত করে এবং গভীর রাত থেকে কয়েকটি ট্রাকযোগে তার ভাটায় মাটি নেয়া শুরু করেন।
খবর পেয়ে বুধবার বিকেলে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান চালিয়ে এসএমবি-২ ইটভাটা মালিকের মেয়ের জামাই ভাটার ম্যানেজার লোকমান মিয়া (৩৮), ভেকু মেশিনের (এস্কেভেটর) চালক এরশাদ আলী (২৯) ও সহকারি চালক শ্রমিক জুলহাস মিয়া (৪০) কে গ্রেপ্তার করে প্রত্যেককে তিন মাসের কারাদন্ড দেন।