ভোলায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধর মৃত্যু

ভোলা সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০১ পিএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৭৬

ভোলায় কাভার্ড ভ্যান চাপায় বাগন আলী মোরাদার (৯০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। মৃত বাগন আলী সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার(২৬ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-লক্ষীপুর মহাসড়কের ইলিশা গোডাউন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে সদর উপজেলার ভোলা-লক্ষীপুর মহাসড়কের ইলিশা গোডাউন এলাকা দিয়ে বাগন আলী রাস্তা পারাপারের সময় ভোলা থেকে ইলিশা ফেরীঘাটগামী ঢাকা মেট্রো-ন ১৫-১৯৯৯ নামের একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং কাভার্ড ভ্যানটিও জব্দ করেন। তবে পুলিশ আসার আগে কাভার্ড ভ্যানের ড্রাইভার পালিয়ে যায়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরির্দশক(এসআই) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।