নাগরপুরে ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৫৫

টাঙ্গাইলের নাগরপুরে এক ৯ম শ্রেনীর ছাত্রীকে কথিত প্রেমিক ধর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে। ২২ ফের্রুয়ারি শনিবার দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নে মেঘনা গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী উপজেলার মামুদনগর ইউনিয়নে মেঘনা মো.সুবর আলী মেয়ে।

এ ব্যাপারে নাগরপুর থানায় ভিকটিমের পরিবার বাদী হয়ে মামলা দায় করে।

ভিকটিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা য়ায়, দীর্ঘ দিনের সম্পর্ক ছিল ওই দুই জনের মধ্যে। গত ২২ ফের্রুয়ারি শনিবার উপজেলার মামুদনগর ইউনিয়নে মেঘনা গ্রামের মো.সুবর আলী মেয়ে (১৪)। একই গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. বাবু মিয়া বন্ধুদের সহযোগিতায় ঐদিন দুপুরে মোবাইল করে প্রেমিকাকে আসতে বলে শাহজাহান মিয়ার ভূটা ক্ষেতে।

এ সময় প্রেমিক প্রেমিকার মধুর মিলন ও মনের আদান প্রদান হয় দুজন। এ দিকে ছোট বেলার বন্ধুরা কৌশলে তাদের গভীর মিলনের অশ্লীল ভিডিও ধারন করে । এই নিয়ে বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এলাকাবাসী ভীর করে প্রেমিক প্রেমিকা আটক করে প্রেমিকের বাড়ীতে নিয়ে আসে ওই বন্ধুরা ও এলাকাবাসী।

পরে প্রবাসী আব্দুর রশিদের পক্ষের লোকজন থানা পুলিশের সহযোগিতা নিয়ে ওই মেয়েকে পুলিশ হেফাজতে নিয়ে আসে। পুলিশ ভিকটিমের কথা বার্তা শুনে তার পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ নেয়। প্রেমিক বাবু সহ ৪ জনকে আসামী করে ভিকটিমের পরিবার।

আসামীরা হচ্ছে, একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মো.সুবজ মিয়া,মো.মানিক মিয়ার ছেলে মো.শাকিল মিয়া,মো.র্ইরহিম মিয়ার ছেলে মো. জাকির হোসেন।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ জানান, আমরা ওই ভিকটিমের পরিবারের কাছ থেকে অভিযোগ নিয়ে দ্রুত আসামী ধরার জন্য অভিযান পরিচালনা করি। পুলিশের খবর পেয়ে আসামীরা পালিয়ে য়ায়। আসামীদের গ্রেফতারের অভিযান অবহত আছে।