চকরিয়ায় আগুনে পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

এম,জুনাইদ উদ্দিন (চকরিয়া) কক্সবাজার
প্রকাশিত: ১২:০৫ পিএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৯১

চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌয়ারফাঁড়ি বাজারের ১০টি দোকান আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে মালিকদের অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। গত ২৪শে ফেব্রুয়ারী রাত সাড়ে দশটার সময় এ র্দুঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা যায়,উক্ত বাজারের মুদির দোকান, চা-দোকান, কুলিংকর্ণার, লাইব্রেরী, টেইলার্স, ষ্টেশনারী, কম্পিউটারের দোকান, স্টুডিওসহ বিভিন্ন ব্যবসায়ী অফিস পুড়ে যায়। 

এ বিষয়ে মহসিন বাবুল বলেন,হঠাৎ আগুন লেগে ১০/১২টির মত দোকান পাট পুড়ে গেছে। ফলে ব্যবসায়ীদের প্রচন্ড ক্ষতি হয়েছে।তবে আগুনের উৎপত্তি কোথায় থেকে এখনো জানা যায়নি। 

চকরিয়ার সিভির ডিফেন্স ও ফায়ার সার্ভিস অফিসার জিএম মহি উদ্দিন বলেন,আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে পৌছে দেখি দাউ-দাউ আগুন জলছে।

১ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনি।তবে এলাকার লোকজনের ভুমিকা রয়েছে আগুন নিয়ন্ত্রণে।কিন্তু আগুনের উৎপত্তি তাৎক্ষনিক জানা যায়নি।আগুনের উৎপত্তি কোথায় থেকে জানার প্রক্রিয়া চলছে বের করা