রঘুনাথপুর বিজিবির অভিযান ১২কেজি গাঁজাসহ আটক এক

সাগর হোসেন (যশোর) জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৫ পিএম, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ | ৪০৯
বেনাপোল রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা  রবিবার রাতে রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১২কেজি গাঁজা সহ মোঃ রানা (২০)নামে এক মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করেছে।
 
সে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আটক আসামী গাঁজার চালান টি ভারত থেকে নিয়ে আসছিল বলে বিজিবি কাছে স্বীকার করেছেন ।
 
বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন  সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজার চালান এনে রঘুনাথপুর পশ্চিম পাড়া মাঠে অবস্থান করছে ।
 
এমন সংবাদে হাবিলদার জুলহাস, হাবিলদার আশেখ আলী, সিপাহী ইমদাদ, সিপাহী আলমগীর হোসেন, সিপাহী ওমর ফারুক ও সিপাহী শামিম  সেখানে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ রানা কে হাতেনাতে আটক করা হয় ।
 
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজা সহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।