নাগরপুরে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে স্বস্ত্রীক এমপি টিটু


টাঙ্গাইলের নাগরপুরে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়– হাতে অংশ নিলেন স্বস্ত্রীক এমপি আহসানুল ইসলাম টিটু। এমপি টিটুর নিজ জন্মস্থান গয়হাটা বাজারের অবকাঠামো উন্নয়ন, ক্লিন গয়হাটা, গ্রীন গয়হাটা ও ডিজিটাল বাজার গড়ার লক্ষে শুক্রবার সকালে গয়হাটা বাজারে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এই স্লোগানে গয়হাটা বাজার বনিক সমিতির উদ্যোগে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কালে এমপি আহসানুল ইসলাম টিটু বলেন, আসুন সুন্দর সমাজ গড়তে আশ পাশের ফাকা ও নোংরা জায়গা গুলো পরিস্কার করি। এর ফলে আগামী প্রজন্ম পাবে বসবাসের জন্য এক নিরাপদ পরিবেশ।
তিনি আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সোনার বাংলা রেখে যেতে চাইলে আমাদের মনকে যেমন পরিস্কার করতে হবে পাশা পাশি আশ পাশের জায়গাগুলোর ময়লা আবর্জনা পরিস্কার করতে হবে।
গয়হাটায় হাট-বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কালে এসব কথা বলেন। হাট- বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সময় ব্যবসায়ীদের উদ্দেশ্য করে আহসানুল ইসলাম টিটু বলেন আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে করি অর্থাৎ যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্টস্থানে ফেলি তাহলে অবশ্যই আমাদের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত হবে ।
আগামীতে সুন্দর ও পরিচ্ছন্ন নাগরপুর-দেলদুয়ার উপহার দিতে তিনি তাঁর পুরো পরিবার নিয়ে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন। তাঁর স্বস্ত্রীক আরিয়া ইসলাম ও তাঁর কন্যা আনিকা ইসলাম ঝাড়– হাতে নিয়ে বাজার পরিস্কার করতে নেমে পড়েন।
কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ হামিদুর রহমান (ঝন্টু), জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ মোঃ শহিদুল ইসলাম, গয়হাটা ইউ পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আব্দুর রহিম , নাগরপুর প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক মো. আব্দুল আলিম, গয়হাটা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক, গয়হাটা শহীদ শামসুদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রাসেল খান সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এসময় ঝাড়– হাতে নিয়ে বাজার পরিস্কার করতে তাকে সহায়তা করেন।