প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ন্যাশনাল ব্যাংকের ৭৫ হাজার কম্বল প্রদান

অালোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭ | ৫৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে শীতার্ত মানুষের জন্য প্রায় ১৮ লাখ পিস কম্বল প্রদান করেছে ৩৩টি বাণিজ্যিক ব্যাংক। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাতের বাণিজ্যিক এ ব্যাংকগুলো কম্বল প্রদান করে।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

অনুদান প্রদানের জন্য ব্যাংকগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে সবসময়ই এ ব্যাংকগুলো তাদের সহযোগিতার হাতকে প্রসারিত করে থাকে। তার সরকার সবসময়ই এ খাতের উন্নয়নে সহায়তা প্রদান করে আসছে।

এসব কম্বল দেশের উত্তর জনপদের শীতার্ত মানুষ, রেহিঙ্গা জনগোষ্ঠী এবং কক্সবাজার জেলার দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।