প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ন্যাশনাল ব্যাংকের ৭৫ হাজার কম্বল প্রদান


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে শীতার্ত মানুষের জন্য প্রায় ১৮ লাখ পিস কম্বল প্রদান করেছে ৩৩টি বাণিজ্যিক ব্যাংক। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাতের বাণিজ্যিক এ ব্যাংকগুলো কম্বল প্রদান করে।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
অনুদান প্রদানের জন্য ব্যাংকগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে সবসময়ই এ ব্যাংকগুলো তাদের সহযোগিতার হাতকে প্রসারিত করে থাকে। তার সরকার সবসময়ই এ খাতের উন্নয়নে সহায়তা প্রদান করে আসছে।
এসব কম্বল দেশের উত্তর জনপদের শীতার্ত মানুষ, রেহিঙ্গা জনগোষ্ঠী এবং কক্সবাজার জেলার দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।