মির্জাপুরে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


টাঙ্গাইলের মির্জাপুরে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ)।
১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মজিদপুর গ্রামের ডোহারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ- ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গোপন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাফিজুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান, মোঃ শামসুজ্জামান পিপিএম সহ গোয়েন্দা পুলিশের একটি দল মির্জাপুর উপজেলার মজিদপুরে অভিযান চালায়।
এসময় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।