চকরিয়ায় শিক্ষা প্রতিষ্টানে
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে মহান শহীদ দিবস উদযাপিত


যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে চকরিয়া বৃহত্তম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) নানা কর্মসূচীর মাধ্যমে দেশের সরকারি বেসরকারি, মাদ্রাসা, কলেজ ও বিভিন্ন সামাজিক সংগঠন গুলোতে এ দিবস পালন করা হয়।চকরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল ৮ ঘটিকায় শিক্ষার্থীদের নিয়ে প্রভাত ফেরী, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
চকরিয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শহীদ দিবস উদযাপনে ছিলেন, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রী কলেজ, বদরখালী ডিগ্রী কলেজ, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়, দরবেশকাটা উচ্চ বিদ্যালয়, কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়, বদরখালী লিটল জুয়েলস সমবায় স্কুল, পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহছানিয়া শিখন একাডেমি, অনুশীলন একাডেমি, চকরিয়া বর্ণমালা একাডেমি, পৌর আদর্শ শিক্ষা নিকেতন, শেখ রাসেল স্কুল, চকরিয়া কেজি স্কুল, ফাঁসিয়াখালী শহীদজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি।
এছাড়াও মহান শহীদ দিবস উদযাপনে ছিলেন, কক্সবাজার ব্লাড ডুনেটিং ক্লাব, খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি, চকরিয়া বিদ্যানন্দ গ্রন্থাগার ও বিভিন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।