নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত


দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১9 উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আ’লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরপুর প্রেসক্লাব, সকল রাজনৈতিক সংগঠনের অঙ্গ ও সহযোগি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গন থেকে প্রভাত ফেরী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সভাপতিত্বে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে শিশু কিশোরদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বাদ যোহর উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রর্থনার আয়োজন করা হয়।